স্পোর্টস ডেস্ক : জমজমাট লড়াই আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। বাস্তবে তা হয়নি। অস্ট্রেলিয়ার দেওয়া ২১৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হেসে-খেলে দুই উইকেট হারিয়ে মাত্র ৩৮.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় যুবারা। শনিবার নিউজল্যান্ডের বে ওভালে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১২তম আসরে একটি ম্যাচও হারেনি ভারত।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় পেসার ঈশান, শিবা সিং, কেএল নাগারকোটিদের দাপুটে বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়া শেষ ছয় উইকেট হারায় মাত্র ৩৩ রানে।
ব্যাটিং সহায়ক উইকেটে মাত্র ২১৬ সালে অলআউট হয়ে যায় তিনবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া।
জবাবে আট উইকেট হাতে রেখে ৩৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পৃথ্বী শাও ২৯ ও শুবমন গিল ৩১ রানে সাজঘরে ফেরেন। তবে ওপেনার মনজিত দেসাইকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। বাঁহাতি এই ওপেনার ১০২ বলে ১০১ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। উইকেটরক্ষক ব্যাটসম্যান দেসাই অপরাজিত থাকেন ৪৭ রানে। উইনিং রানটি আসে দেসাইয়ের ব্যাট থেকে।

Previous Postবরিশালে যৌন হয়রানীর অভিযোগে ২ জন গ্রেফতার
Next Postইরেশ-মিমের হলুদে নাচলেন মিথিলা, গাইলেন পার্থ ও জয়িতা