দৈনিক চিত্র প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক বাড়িতে ডাকাতির চেষ্টার পর সন্দেহভাজন দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত দেড়টার দিকে নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে গণপিটুনির এ ঘটনা ঘটে বলে কালিগঞ্জ থানার ওসি মো. আবু বক্কর মিয়া জানান।
নিহত দুজনের বয়স অনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, “৭/৮ জন ডাকাতের একটি সশস্ত্র দল রাতে ওই গ্রামের রাবেয়া বেগমের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। তারা দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়।”
বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Previous Postরিজার্ভ চুরির ঘটনায় মামলা করতে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দল
Next Postএ বছরের শেষ শৈত্যপ্রবাহ আরো এক সপ্তাহ থাকবে