মাসুম বিল্লাহ: বিআরটিএ’র বন্ধ থাকা ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ আজ (৫ আগষ্ট) থেকে ফের চালু করলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ।
নভেল করোনা ভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম চলতি বছরের ২২ মার্চ বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক ইঞ্জিঃ লোকমান হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধ ঘোষণা করা হয়।
টানা সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর আজ (৫ আগষ্ট) তা ফের চালু করেছে বিআরটিএ। এ বিষয়ে গত ২৬ জুলাই সংস্থার চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এক অফিস আদেশ জারি করেন। একই সাথে নভেল করোনা ভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলা সার্কেল এলাকার ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (DCTB)এ র কার্যক্রম আগামী ২৩ আগস্ট থেকে চালু করতে একটি অফিস আদেশ প্রজ্ঞাপন জারি করে সকল সার্কেল অফিসকে নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে ১৯ মার্চ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সকল সার্কেলের ড্রাইভিং লাইসেন্স এর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (DCTB)-এর পরীক্ষা স্থগিত করে বিআরটিএ সদর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বিআরটিএর সকল সার্কেল অফিসে নির্দেশনা পাঠানো হয়।