দৈনিক চিত্র রিপোর্ট : কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের গেটরক্ষী মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে মির্জা ফখরুলের হাইকোর্টের দেওয়া জামিননামা ঢাকার সিএমএম আদালত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।
সেখান থেকে আদেশটি কাশিমপুর কারাগারে যাওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পান ফখরুল।
সোমবার (৩০ নভেম্বর) হাইকোর্টের দেওয়া তিন মাসের জামিনের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।