স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২ আসনে নতুন মুখ হিসেবে শেখ সোহেল রানা টিপুর মনোনয়নের দাবীতে রাজধানীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়।
ঢাকাস্থ রাজবাড়ী জেলা হালকা যান চালক সমিতি আয়োজিত কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ সভাপতি মনির হোসেন,সাধারন সম্পাদক সোহেল আহমেদ,সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন,প্রচার সম্পাদক রিয়াদ আহমেদ,আবু হানিফ প্রমুখ।
বক্তাগন বলেন,১/১১ এর দুর্দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন। বর্তমান তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। রাজবাড়ী ২ আসনের সর্বস্তরের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা সে। নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২ আসনে জনপ্রিয় মুখ হিসেবে শেখ সোহেল রানা টিপুর মনোনয়নের দাবী করেন।

Previous Postজেলা জজ সহ ৮ বিচারক রদবদল
Next Postরাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত