অনলাইন ডেস্ক : সামনের অক্টোবর মাস থেকে ফেসবুকের নীতিমালার পরিবর্তন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এই নতুন নীতিমালায় আইনি জটিলতা বা পরিচালনায় সমস্যা করতে পারে এমন কনটেন্ট ব্লক করে দিবে ফেসবুক। ফেসবুক অ্যাপের ব্যবহারকারীরা এরইমধ্যে এ সংক্রান্ত নোটিফিকেশন পেয়ে গেছেন।
ফেসবুকের নতুন আপডেটে বলা হয়েছে, ফেসবুক চাইলেই এখন থেকে ব্যবহারকারীর কোনো কনটেন্ট সরিয়ে নিতে বা ব্লক করে দিতে পারবে। ফেসবুক কর্তৃপক্ষ যদি মনে করে কোনো পোস্ট আইনি জটিলতা অথবা ঝামেলা এড়ানোর জন্য রিমুভ করে দেয়া আবশ্যক, তবে সেটি ফেসবুক সরিয়ে দিবে।
মোট কথা বর্ণবাদ, অশালীন এবং উসকানিমূলক পোস্ট ও কনটেন্ট এর ব্যাপারে আরও কঠোর হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।