অনলাইন ডেস্ক : পুরো হিমালয় অঞ্চল জুড়ে বড় মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা। তাদের দাবি, রিখটার স্কেলে হিমালয়ের আশেপাশের এলাকায় হওয়া ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮।
বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, যদি সত্যি ভুমিকম্প সংগঠিত হয়, তবে ওই ভূমিকম্পে কেঁপে উঠবে ভারত, পাকিস্তান, নেপালসহ বেশকিছু এলাকা। সাম্প্রতিক এক গবেষণায় শিলাপৃষ্ঠ এবং মাটি পরীক্ষা করে ও রেডিও কার্বন বিশ্লেষণের মাধ্যমে এ ভূমিকম্পের আগাম ভবিষ্যৎ বাণী করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
জার্নাল অভ সিসমোলজিক্যাল রিসার্চ লেটারসে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষক স্টিভেন জি ভোসনোস্কি এই গবেষণার ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন, হিমাচল অঞ্চলটি পূর্বে ভারতে এবং পশ্চিমে পাকিস্তানে ছড়িয়ে রয়েছে, সুতরাং তার প্রভাব এই এলাকাগুলোয় দেখা যাবে। এমনকি অতীতেও এই অঞ্চলটি অনেক বড় ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল।
ভূমিকম্পটি ঠিক কতটা প্রভাব ফেলবে? এমন প্রশ্নের জবাবে গবেষক জানান, এ ধরণের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হবার আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের প্রভাবে নেপালের কাঠমান্ডু, ভারতের দেরাদুন, চন্ডিগড় শহর সরাসরি আক্রান্ত হবে, এতে ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনাকেও অতিক্রম করে যাবে।