স্টাফ রিপোর্টার : মূল্যায়ন ছাড়া নবম শ্রেণিতে উত্তীর্ণ-এর অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। আর এইচএসসি পরীক্ষার ব্যাপারে এখনি সিদ্ধান্ত নেয়া হবে না বলেও জানান তিনি। আজ বোর্ড চেয়ারম্যানদের সভায় এসব কথা জানান তিনি।
উক্ত বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম। তিনি জানান, এইচএসসি ও স্কুল খোলার ব্যাপারে আলোচনায় বসেন দেশের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৈঠকে সভাপতিত্ব করেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক।