স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন দেশের আরো ৬ জন এমপি। আজ শনিবার(৭ নভেম্বর) তাদের করোনা শনাক্তের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
উল্লেখ্য, অল্প কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। সে অধিবেশনে অংশ নেয়ার আগে সতর্কতা হিসেবে সকল এমপিদের করোনা পরীক্ষা করানো হয়। সে পরীক্ষার ফলাফলে ওই ৬ জন এমপির করোনা শনাক্তের খবর নিশ্চিত করা হয়। এছাড়াও অধিবেশনে অংশ নিবেন এমন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকদেরও করোনা শনাক্তের পরীক্ষা করানো হয়েছে।
আক্রান্ত ৬ এমপি হলেন, সংরক্ষিত নারী আসনের দুই এমপি তাহমিনা বেগম এবং ইয়াসমিন জলি, নাটোর-২ আসনে শফিকুল ইসলাম, নওগাঁ-২ আসনে শহিদুজ্জামান সরকার, পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাস এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।