বিনোদন ডেস্ক : টলিউড অ্যাক্টর ব্যোমকেশ খ্যাত অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে সামনের ২৬ ডিসেম্বর। বিয়ের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করলেও এরইমধ্যে ফাঁস হয়ে গেছে পাত্রীর নাম। দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গেই সাতপাকে নিজেদের বেঁধে নিতে চাইছেন অনির্বাণ।
ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আইনি মতে বিয়ে সারবেন অনির্বাণ। সে তালিকার মধ্যে সৃজিত মুখার্জিও অন্যতম। কারণ তাদের বন্ধুত্বের ঘনিষ্ঠতা সকলের জানা। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মিথিলাও। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত পত্নী মিথিলা। যেখানে দেখা যাচ্ছে, ‘অনির্বাণদার বিয়ের খবর নিতে না পারা কয়েকজন’-এর তালিকায় জ্বলজ্বল করছে সৃজিতের ছবি। আর সেই মিম প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নতুন আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সৃজিত-মিথিলার রিসেপশনে প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন অনির্বাণ-মধুরিমা। তারপর থেকেই জল্পনার শুরু। আর দেরি না করে আইনি মতে খুব শীঘ্রই মনের মানুষের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন অনির্বাণ।
সূত্র : হিন্দুস্তান টাইমস।