স্টাফ রিপোর্টার : কোনো অপপ্রচার চ্যালেঞ্জ না করে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী এ সময় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হয়েছিলেন। ওবায়দুল কাদের আরো বলেন, একটি মহল মাঠের রাজনীতিতে পেরে উঠতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। কোনো অপপ্রচার চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দেওয়া হবে না।