স্টাফ রিপোর্টার : সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামের এক যুবককে হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ। আজ সোমবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই আকবরকে শীঘ্রই সিলেটে নিয়ে আসা হবে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করলে রায়হান আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়। নির্যাতনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার মিন্নি সিলেটের কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। মৃত্যুর ২৮ দিন পর এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়।