স্টাফ রিপোর্টার : ঢাকার হাতিরঝিলে যুবকের যে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে তার পরিচয় মিলেছে। নিহত যুবকটির নাম আজিজুল ইসলাম মেহেদী(২৪)। তিনি চট্টগ্রামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার পৈত্রিক নিবাস সন্দ্বীপের বাউরিয়ায়।
এর আগে, গতকাল সোমবার হাতিরঝিলের রামপুরার অংশের লেক থেকে হাত-পা বাঁধা, পলিথিন ও মশারিতে জড়ানো একটি লাশ উদ্ধার করে পুলিশ। তখন সেই লাশটির পরিচয় অজ্ঞাত ছিল। পরে হাতিরঝিল থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে এসে লাশ শনাক্ত করেছেন। মঙ্গলবার রাতেই লাশটি হস্তান্তর করে দেয়া হয়েছে।