আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ার নিখোঁজের ঘটনায় বিমানটির ব্ল্যাক বক্স খুজে পেয়েছে উদ্ধারকারী কর্মীরা। শনিবার দেশটির রাজধানী জাকার্তার পশ্চিমে কালিমান্তান প্রদেশে যাওয়ার সময় সুমদ্রে বিধ্বস্ত হয় বিমানটি। পরে উদ্ধারকারীরা বিমানের ধ্বংসাবশেষ এবং যাত্রীদের খোঁজে অভিযান শুরু করলে একদিন পর বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, উড্ডয়নের মাত্র ৪ মিনিটের মধ্যেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। এর আগে, ইন্দোনেশিয়ায় ২০১৮ সালে ১৮৯ জন যাত্রীসহ আরো একটি বিমান সাগরে বিলীন হয়ে যায়। সেটির পর থেকে গতকালের বিমান দুর্ঘটনাটিই দেশটিতে ঘটে যাওয়া বড় ধরণের একটি দুর্ঘটনা। প্রসঙ্গত, গত ১০ বছরে পৃথিবীতে ইন্দোনেশিয়াতেই সবচেয়ে বেশি মানুশ বিমান দুর্ঘটনায় মারা গেছেন।
শনিবারের বিমান দুর্ঘটনা নিয়ে দেশটির জাতীয় পরিবহণ নিরাপত্তা কমিটির প্রধান সুর্জান্ত তাহজোনো বলেন, তারা বিমানটির দুটি ব্ল্যাকবক্স চিহ্নিত করেছে। আশা করছি দ্রুতই এগুলোকে উদ্ধার করা হবে। এছাড়া বিমানের অন্যান্য ধ্বংসাবশেষ উদ্ধারকারীরা জাকার্তা বন্দরে এনে রেখেছে। জাকার্তা থেকে কাছেই একটি দ্বীপগুচ্ছের কাছে পানির ২৩ মিটার গভীরে এগুলো পাওয়া যায়।