স্টাফ রিপোর্টার : খোরাতি ভাতা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে নৌ ধর্মঘট উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের প্রতিনিধিদের একটি পক্ষের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকালে সচিবালয়ে দেয়া এক ব্রিফিংয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
বৈঠকে ছোট জাহাজগুলোতে ১০০০ টাকা, এক থেকে দেড় হাজার টনের জাহাজের জন্য ১২০০ টাকা এবং এর থেকে বড় জাহাজের জন্য ১৫০০ টাকা খাদ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের পর থেকেই শ্রমিকরা কর্মবিরতি তুলে নেয়ার সিদ্ধান্ত নেন।
ওদিকে, গত মঙ্গলবার মালিকপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে পালটা ৬ দফা দাবি তুলে ধরে বলেন, শ্রমিকদের অযৌক্তিক দাবি মেনে নিয়ে জাহাজ চালানো সম্ভব নয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে আজ বৃহস্পতিবার পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকে।
এর পরিপ্রেক্ষিতে বিকেলে নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়। পরে সেখানে শ্রমিকদের দাবি করা খোরাকি ভাতা মালিকপক্ষ মেনে নেয়।