স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত বাতিল করা হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সরকারের কঠোর কোয়ারেন্টিন নীতিমালার কারণেই সফরে যাচ্ছে না বাংলাদেশ। করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচি জানানো হবে।’
যেহেতু জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না, তাই ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে আগ্রহী বিসিবি। এর ফলে সামনের নভেম্বরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হবার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আগেই জানায়, সে দেশে পৌঁছে টাইগারদের থাকতে হবে কঠোর কোয়ারেন্টিনে। খেলোয়াড়রা হোটেলের রুম থেকে বের হতে পারবে না খাবারের জন্যও। এমন শর্তে কোনোভাবেই টেস্ট খেলতে রাজি ছিল না বাংলাদেশ। এমনকি ৭ দিনের বেশি কোয়ারেন্টিনও করতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু দেশকে করোনামুক্ত রাখতে লঙ্কান কোভিড-১৯ টাস্কফোর্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের অবস্থানে ছিল অনড় । তারা কোনোভাবেই কোয়ারেন্টিন শর্ত শিথিল করতে রাজি হয়নি।
শ্রীলঙ্কার অনমনীয় মনোভাবের কারণে কিছুটা নরম হয় বিসিবির সুর। বিসিবি জানায়, কোয়ারেন্টাইন মানতে আপত্তি নেই, কিন্তু ক্রিকেটারদের ১৪ দিন ঘরের মধ্যে বন্দি রাখা যাবে না। একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ফিটনেস। বন্দি থাকলে কোনোভাবেই ফিটনেস ধরে রাখা যাবে না। এসময় বিসিবি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করে কোয়ারেন্টাইন সময় কমিয়ে ক্রিকেটারদের অন্তত সুইমিং এবং জিম ব্যবহারের সুযোগ দেয়া হয়।
কিন্তু বিসিবির আহ্বান অগ্রাহ্য করে কঠোর কোয়ারেন্টাইনের দিকেই মনোযোগ দিচ্ছিল শ্রীলঙ্কা। ফলে শেষ পর্যন্ত সফরটি বাতিল করা হয়।