অনলাইন ডেস্ক : অবশেষে মিশরের সুয়েজ খালে আটকে পড়া মালবাহী জাহাজটিকে সরানো হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে এই জাহাজটি সরানো হয়। এর ফলে এক সপ্তাহ বিরতি শেষে এই নৌপথে পুনরায় নৌ চলাচল শুরু হওয়ার আশা দেখা দিয়েছে।
সুয়েজ খাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আটকে থাকা ‘এভার গিভেন’ জাহাজটিকে আজ সোমবার কূল থেকে নামানো গেছে। ফলে এটির এখন জলে চলার মতো অবস্থা তৈরি হয়েছে। গত মঙ্গলবার সকালে সুয়েজ খাল অতিক্রমের সময় প্রবল বাতাস ও ধূলিঝড়ের কবলে পড়ে ‘এভার গিভেন’। প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। ৪০০ মিটার দীর্ঘ কনটেইনারবাহী জাহাজটি সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়ে।
এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সুয়েজ খালটির প্রবেশমুখে জাহাজ জটের সৃষ্টি হয়। সেই জটে অন্তত ৩০০টি জাহাজ আটকা পড়ে। এই সুয়েজ খালটি বন্ধ হয়ে গেলে ইউরোপ থেকে ভারত মহাসাগরে আসতে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়, যা অনেক সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল।