বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট। কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ এরইমধ্যেই আলিয়া শঙ্কামুক্ত হয়েছেন। তাকে হাসপাতাল থেকে ইতোমধ্যে ছাড়পত্রও দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, করোনার কারণে দীর্ঘদিন ধরেই বিরতিতে ছিলেন আলিয়া ভাট। সম্প্রতি নতুন করে কাজে মনযোগ দেন তিনি। এরপর থেকেই টানা কাজ করে গেছেন। সে কারণেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ সিনেমার শুটিং করছিলেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওই সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ করেই তিনি শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন।
এরপরই তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরীক্ষা নিরিক্ষার পর আপাতত সুস্থ আছেন তিনি। প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে বিকেলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ওদিকে, শোনা যাচ্ছে, রণবীর কাপুরের সঙ্গে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়া ভাট। তবে এটি কতটুকু সত্য এ নিয়ে জল্পনার কোনো অন্ত নেই।