আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূলে ভেসে আসা ৩৮০টি তিমি মাছের মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো তিমির মৃত্যু এক বিরল এবং হৃদয়বিদারক ঘটোনার জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকারীদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার(২৪ সেপ্টেম্বর) পর্যন্ত তারা ৫০টি তিমি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সৈকতে এখনও ৩০টি তিমি আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।
এর আগে, গত সোমবার তাসমানিয়ার উপকূলে ঝাঁকে ঝাঁকে তিমি এসে আটকে যাওয়ার পরপরই বিষয়টি সবার নজরে আসে। এরপরই তিমি উদ্ধারে তৎপর হয়ে উঠে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা। তাসমানিয়া অঙ্গরাজ্যের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সৈকতে জীবিত তিমি বা অন্য যেকোনো প্রাণী আটকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাবে। কিন্তু ইতোমধ্যেই অনেকটা দেরি হয়ে যাওয়ায় সব তিমিদের প্রাণ বাঁচানো কষ্টকর হয়ে উঠেছে।