বিনোদন ডেস্ক : টানা দুই বছর ধরে সিনেমা করছেন না বলিউডের সুপার স্টার শাহরুখ খান। বহু প্রতীক্ষার পর এবার শাহরুখ ভক্তদের জন্য সুখবর এলো। গুঞ্জন শোনা যাচ্ছে খ্যাতিমান পরিচালক অ্যাটলি’র সঙ্গে একটি অ্যাকশনধর্মী সিনেমায় ডবল রোলে দেখা যাবে কিং খানকে।
ছবিতে শাহরুখকে দেখা যাবে গোয়েন্দা সংস্থার তদন্তকারী কর্মকর্তার চরিত্রে যিনি বেরিয়েছেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে। এবার শোনা যাচ্ছে এই ছবিতে বাবা এবং ছেলে দুই চরিত্রেই রয়েছেন কিং খান। তবে বাবার চরিত্রে নিজেকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্যে ভারী প্রসথেটিক মেকআপের সাহায্য নিতে হবে শাহরুখকে। সবদিক প্ল্যান মাফিক চললে ২০২১ সালের প্রথমেই শুটিং শুরু হয়ে যাবে এই ছবির।
তবে এর আগেই শাহরুখের আরেকটি ছবি পাঠান-এর শুটিংও শুরু হওয়ার কথা রয়েছে। চলতি বছরের নভেম্বরেই এই নতুন ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। জানা গেছে, এই রিভেঞ্জ ড্রামায় শাহরুখের পাশাপাশি পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকেও। ২০২১-এ শুটিংয়ে যোগ দেবেন দীপিকা ও জন, তার আগে শাহরুখের শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে।