স্টাফ রিপোর্টার : পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। এই অনবদ্য রেকর্ডে ক্রিকেট বিশ্বের সকলে তার প্রশংসায় পঞ্চমুখ। এবার তাদের সাথে যোগ দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এক টুইট বার্তায় অ্যান্ডারসনকে তার ৬০০ উইকেট প্রাপ্তিতে অভিনন্দন জানান মুশফিক।
টুইট বার্তায় মুশফিক লিখেছেন, অ্যান্ডারসন আধুনিক যুগের অন্যতম সেরা ক্রিকেটার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৬০০ উইকেট শিকারের তকমা পাওয়ায় আমার পক্ষ থেকে অ্যান্ডারসনকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
আগেই টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার হিসেবে রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন অ্যান্ডারসন। এবার নতুন মাইলফলক পাড়ি দিলেন তিনি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তী অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা।