স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন(দুদক) এর কমিশনার মো. মোজাম্মেল হক খান জানিয়েছেন, দুদকের অনুসন্ধানের আওতায় থাকা আরো ২০ জন বর্তমান এবং সাবেক সংসদ সদস্যকে আইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে অর্থপাচার এবং অবৈধ সম্পদ উপার্জনের অভিযোগে মামলা দায়েরের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন বক্তব্য দেন তিনি।
দুদকের হাত থেকে ক্ষমতাসীন দলের এমপিরা ছাড় পাবে কিনা, এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক খান বলেন, আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির উর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে সেভাবেই আমরা কাজ করি।
তবে কোন কোন সংসদ সদস্যদের ব্যাপারে অনুসন্ধান চলছে সেটি জানাননি দুদকের এই শীর্ষ কর্মকর্তা।
জানা গেছে, পাপুল-সেলিনাসহ মোট ২২ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, চাঁদাবাজি, সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, খাস জমি দখল ও কমিশন নেয়াসহ বেশকিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালাচ্ছে দুদক। নতুন ২০ জনের মধ্যে ১১ জন বর্তমান সংসদ সদস্য এবং বাকি ১০ জন সাবেক সংসদ সদস্য বলে জানা গেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ জন, বিএনপি থেকে ৫ জন এবং অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থী থেকে ৬ জন এমপি দুদকের তালিকায় রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৩ এমপির বিদেশ যাত্রায় ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।