বিনোদন ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গতকাল রাত আনুমানিক দেড়টার সময় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন অভিনেতা আব্দুল কাদের, পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে। এই জনপ্রিয় অভিনেতার পূত্রবধূ জাহিদা ইসলাম জানিয়েছেন, বাবার শরীর আগের চেয়ে খারাপ। তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে, গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য আব্দুল কাদেরকে নেওয়া হয়েছিল। সেখানকার এক হাসপাতালে পরীক্ষার পর তার প্যানক্রিয়াস(অগ্নাশয়) ক্যান্সার ধরা পড়ে।