বিনোদন ডেস্ক : দেশ বরেণ্য অভিনেতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেও স্বাস্থ্যের অবনতি ঘটায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে আজ হঠাৎ করেই তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় বিকেল ৪টার সময় তাকে পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী রুনি জামান। তিনি সাংবাদিকদের জানান, এ টি এম শামসুজ্জামানকে আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার দেহে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এই জনপ্রিয় অভিনেতা।