স্পোর্টস রিপোর্টার: ২০১৯ সালের ২৮শে অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ৬০৬ রান করার পাশাপাশি নেন ১১ উইকেট। স্বপ্নের মতো এক বিশ্বকাপ শেষ করার পরই নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। ২০২০-এর ২৮শে অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি সাকিব আল হাসানের। তবে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন হবে টাইগার অলরাউন্ডারের।
জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আজ রোববার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।
নিষেধাজ্ঞা শেষে খেলেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে সেই আসরের ফাইনাল খেলা হয়নি সাকিবের। তার আগে খেলা ৯ ম্যাচে ১২০.৮৭ স্ট্রাইক রেটে করেন ১১০ রান।৬ ইকোনমিতে সাকিবের শিকার ৬ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ নিয়ে দেশে ফিরেছেন সাকিব। জাতীয় দলের হয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন শেষ ম্যাচ। প্রায় ১৬ মাস অপেক্ষার অবসান হবে আগামী ২০শে জানুয়ারি। সেদিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ।
রোববার বিমানবন্দরে নেমে সাকিব বলেন, ‘এবারের ফেরাটা অন্যরকম। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা থাকলেও সেটা হয়নি। যা হতাশার। ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ সফরে আসার জন্য। আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে। বেশ উত্তেজনা অনুভব করছি। তবে ফেরাটা সহজ হবে না আমার জন্য। চেষ্টা করবো আগের জায়গায় ফেরার।’