স্টাফ রিপোর্টার : দুষ্কৃতিকারীদের হামলায় আহত হওয়া দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরো উন্নতি ঘটেছে। তাকে অবজারভেশন ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও ওয়াহিদার মাথার একপাশের প্যারালাইজড অবস্থারও উন্নতি ঘটেছে। শনিবার(১৯ সেপ্তেম্বর) ওয়াহিদার দায়িত্বরত চিকিৎসক সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, গত বৃহস্পতিবার ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর শেখের উপর হামলার ঘটনায় আসামি রবিউলের ৬ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। এসময় আদালত তার জবানবন্দি নেয়।
ইউএনও এবং তার বাবার উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন ইউএনও’র ভাই শেখ ফরিদ। মামলাটি বর্তমানে দিনাজপুর ডিবি পুলিশ তদন্ত করছে।