স্টাফ রিপোর্টার : অন্য বছরগুলোর মতো এবার নেই তাজিয়া মিছিল, নেই আহাজারি। করোনাভাইরাস মহামারির কারণে বিগত ৪০০ বছর ধরে চলমান পবিত্র আশুরার তাজিয়া মিছিল এবার সীমিত পরিসরে চলছে। কয়েকদিন আগেই ডিএমপি ঘোষণা দিয়েছিল, আশুরা উপলক্ষে কোনো তাজিয়া মিছিল নয়। সেই আদেশের প্রেক্ষিতে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান চত্বরে স্বল্প পরিসরে চলছে আশুরার এই ঐতিহ্যবাহী মিছিল।
আরবি সাল অনুসারে আজ ১০ই মহররম। সেজন্য সকাল থেকেই ইমাম হোসেইন (রা.) এর অনুসারীরা হোসেনি দালানে জড়ো হতে থাকেন। সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শুরু হয়, যা হোসেনি দালান চত্বরেই সীমাবদ্ধ থাকে।
ওদিকে পবিত্র আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। হোসেনি দালানের প্রবেশ মুখগুলোতে ব্যারিকেড দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোসেনি দালান ও তার আশেপাশের এলাকা টহল দিচ্ছেন। যারাই ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন সবাইকে তল্লাশি চৌকির মধ্য দিয়ে প্রবেশ করানো হচ্ছে।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা।