স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়ে নতুন করে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১৯২৯ জন। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলেন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪৪১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩৬৯টি, পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি নমুনা।
গেল একদিনের হিসেবে করোনাভাইরাসে শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ, যা মহামারি শুরুর হওয়ার পর থেকে সর্বনিম্ন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বেড়ে ৬৭.২২ শতাংশে এবং মৃত্যুর হার ১.৩৭ শতাংশে অবস্থান করছে।