স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন ২১৭৪ জন। এতে করে দেশে মোট কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে। গেল একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৮০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা
বেড়ে ৪২৮১ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫.৪৬ শতাংশ। মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।