আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার(১ অক্টোবর) গ্রেপ্তার হয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। তাকে দিল্লি-উত্তর প্রদেশ হাইওয়েতে মার্চ করার সময় গ্রেপ্তার করা হয়। রাহুল অভিযোগ করেছেন, তাকে রাস্তায় ফেলে লাঠি চার্জ করা হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন তার বোন প্রিয়াঙ্গা গান্ধী।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি হাথরাস নামক স্থানে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। সেই নারীর পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। কিন্তু উত্তর প্রদেশ পুলিশ তাকে বাঁধা দেয়। এসময় নেতাকর্মীদের নিয়ে রাস্তায় বসে পরেন রাহুল গান্ধী।
এ নিয়ে রাহুল গান্ধী বলেন, আমাকে রাস্তায় ফেলে দেয়া হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, দেশে কি শুধু মোদি জিই হাটতে পারবেন? একজন সাধারণ মানুষের কি হাটার অধিকার নেই? আমাদের গাড়ি থামিয়ে দেয়া হয়েছে, তাই আমরা হাটতে শুরু করেছিলাম।