স্টাফ রিপোর্টার : বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা এবং আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ঢাকায় ভাটারায় নব্যনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর উদ্বোধন করেছেন।
সোমবার (১৮ জানুয়ারি) পরিদর্শন শেষে তিনি নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।
এসময় মহাপরিচালক সদস্যদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রের ভিআইপি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চেইন অব কমান্ড অনুসরণ পূর্বক সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার এ কে এম আসিফ ইকবাল (বিভিএম, বিএএমএস, এনডিসি) উপ-মহাপরিচালক (প্রশাসন), কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, পিএসসি, উপ-মহাপরিচালক (অপারেশন্স), মো. মাহবুব-উল-ইসলাম, উপ-মহাপরিচালক, আনসার ও ভিডিপি, ঢাকা রেঞ্জ, ঢাকা পবিত্র কুমার সাহা এবং পরিচালক, আনসারগার্ড ব্যাটালিয়ন, দেওয়ান মাতলুবুর রহমান।