স্টাফ রিপোর্টার : ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট দিহানের বিচারের দাবিতে মোমবাতি হাতে আলোর মিছিল করেছেন রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষারথি-অভিভাবকরা। ধানমন্ডিতে আজ শনিবার সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহান এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেনশিক্ষার্থী-অভিভাবকরা। এদিকে, আনুশকাকে ধর্ষণ ও হত্যা মামলায় দিহানের সঙ্গে আটক তিন তরুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
শুক্রবার রাতেই দিহানের তিন বন্ধুকে ছেড়ে দেওয়া হয়। তাদের ব্যাপারে পুলিশ বলেছে, স্কুলছাত্রীকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় ওই তিন তরুণের কোনো ধরণের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে ওই ছাত্রীকে ধর্ষণ এবং হত্যার মামলার একমাত্র আসামি ফারদিন ইফতেখার দিহান শুক্রবার আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। তাই সে সময়ই তাকে রিমান্ডে না নিয়ে কারাগারে প্রেরণ করা হয়।