স্টাফ রিপোর্টার : শিশুদের নোবেল পুরষ্কার খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার পেয়েছে বাংলাদেশের কিশোর সাদাত রহমান। এর আগে গত বছর এ পুরষ্কার পেয়েছিলেন পাকিস্তানের তরুণী মালালা ইউসুফজাই।
শুক্রবার এ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। মূলত শিশু নির্যাতন এবং সাইবার বুলিং এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য অ্যাপ বানানোর স্বীকৃতি হিসেবে এই পুরষ্কার পেয়েছে নড়াইলের অধিবাসী সাদাত।
এএফপির খবরে বলা হয়, বাংলাদেশি কিশোর সাদাত রহমান সাইবার ক্রাইম এবং অনলাইন বুলিং এর বিরুদ্ধে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। এ জন্য তাকে এই আন্তর্জাতিক সম্মানজনক পদকে ভূষিত করা হয়েছে।
অন্যান্য বার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালিত হলেও এবার কোভিড-১৯ এর কারণে অনলাইনে পুরষ্কার পর্বটি সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ড ভিত্তিক এই শিশু অধিকার ফাউন্ডেশন।