স্টাফ রিপোর্টার : গেরুয়ায় শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিসহ হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা হলের তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে এবং হল, শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানায়। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে পিছপা হয়েছে।
জাবি প্রশাসন গেরুয়ার ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। সে কারণেই শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে। এছাড়াও হল ছাড়া নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছে তারা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের এক বৈঠক শেষে আন্দোলন স্থগিতের বিষয়টি জানিয়েছেন শিক্ষার্থী মুশরিন আদিবা।