আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ৪ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন এ ঘটনায় আহত হয়েছেন।
আল জাজিরা জানায়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে ৯ জন মারা যান। নিহতদের মধ্যে ৩ জন নারী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস গজনি থেকে কাবুল যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসটি চলতে থাকলে হঠাৎ করেই রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে বাসটি উলটে যায়।
ওদিকে এ হামলার জন্য দায়ী করা হচ্ছে জঙ্গি সংগঠন তালেবানকে। তবে সংগঠনটি এখনো দায় স্বীকার করে বিবৃতি প্রদান করেনি।