আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের বড় দিনে তাদের দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যাশা করেন তিনি বলেও জানা গেছে। তার এই ঘোষণার মধ্য দিয়ে ১৯ বছর পর আফগানিস্তান থেকে বিপুল পরিমাণ মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।
এর আগে, গতকাল বুধবার হোয়াইট হাউজে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন, ২০২১ এর শুরুতেই আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য দেশে ফিরিয়ে নেয়া হবে। তার দাবির প্রেক্ষিতে তিনি ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আফগানিস্তানে মোতায়েন হওয়া ১০ হাজার সেনা সদস্যের মধ্যে ৫ হাজার জনকেই প্রত্যাহার করার বিষয়টি তুলে ধরেন। তিনি দাবি করছেন, সামনের বছর এই সেনা সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনা হবে।