স্টাফ রিপোর্টার : বিদায়ী সাক্ষাৎ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করছেন রীভা গাঙ্গুলী। আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাতের দিন ঠিক করা হয়েছে। জানা গেছে, সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষের পরপরই বঙ্গভবনে যাবেন ভারতীয় দূত। তবে করোনা মহামারির কারণে সাক্ষাতের আগে তার কোভিড-১৯ টেস্ট করা হবে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর প্রেসিডেন্টের সাথে রীভা গাঙ্গুলীর বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়।
আগামী ১লা অক্টোবর ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলী। তাই ঢাকা ছেড়ে যাওয়ার আগে এই ভারতীয় বিদায়ী হাই কমিশনার ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে সিরিজ বৈঠক করছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক হয়েছে তার। অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক দু’টি অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন এই দূত। তিনি ভারতে গিয়ে দিল্লির বিদেশ মন্ত্রক সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।