স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল হলে আবারও তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এর আগে হলে অবস্থানকারী সব শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। তালা ভেঙে যেসব হলগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন সেগুলোর সবগুলোই তালাবদ্ধ দেখা গেছে।
মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত ওই নয়টি হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে গেছেন বলে নিশ্চিত করেছে জাবি কর্তৃপক্ষ।
অন্যদিকে হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরাও ঝিমিয়ে পড়েছেন। তারা মঙ্গলবার কর্মসূচির ডাক দিলেও তাতে সাড়ে দেননি সাধারণ শিক্ষার্থীরা। আবার আন্দোলনরত শিক্ষার্থীরা দুটি ভাগে বিভক্ত হয়েছেন বলেও গুঞ্জন চলছে।