বিনোদন ডেস্ক : আবারও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, আজ ২১শে ফেব্রুয়ারি কারিনা তার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
এর আগে, গতকাল রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২০২০ সালের আগস্টে এ দম্পতি দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণা দিয়েছিলেন। এ তারকা দম্পতির ঘরে রয়েছে চার বছরের পুত্রসন্তান তৈমুর আলী খান। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। বেবোর দ্বিতীয় সন্তানের মুখ দর্শনের জন্য মুখিয়ে আছেন ভক্তরা।