আন্তর্জাতিক ডেস্ক : আবারো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজ কোহা। একটি বিস্ফোরক বোঝাই বাস থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার হওয়া এ বিস্ফোরণে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তাই হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
আল-জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, রোববার স্থানীয় সময় সকাল সোয়া ১১টা নাগাদ এ ভয়াবহ বিস্ফোরণ সংগঠিত হয়। জানা গেছে, যে এলাকায় একাধিক সরকারি অফিস ও আফগান পুলিশের দফতর রয়েছে, সেখানেই বিস্ফোরক বোঝাই বাসটিতে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের চেহারা দেখে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা।
বিস্ফোরণের পর থেকেই পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। একইসাথে উদ্ধারকাজ ও শুরু হয়। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে এ ধরণের বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয়। এর আগে গত জুলাই মাসেও রক্তাক্ত হয় কাবুল শহর। ১২ জুলাই এক আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান ৫ জন।