আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, গত বছরের এক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। সেসময় কারা কর্তৃপক্ষ তার বাথরুমেও ক্যামেরা বসিয়েছিল। সাক্ষাৎকারে তিনি তার গ্রেপ্তারকে বিরোধীদের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন।
পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজের খবরে ওই সাক্ষাৎকারটির কথা জানানো হয়। তাতে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম। চৌধুরী সুগার মিল মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় কারাগারে তার সঙ্গে ব্যাপক অন্যায় আচরণ করা হয়েছিল বলে জানিয়েছেন মরিয়ম। এ সময় তার সাথে জেলে যে ধরণের অত্যাচার করা হয়েছে তা যদি জনসম্মুখে প্রকাশ করা হয় তাহলে সরকারের মুখ দেখানোর সাহস থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।