আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সুনির্দিষ্ট কয়েকটি দেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অপব্যবহার করে বিশ্বে কৃত্রিম সংকট তৈরি করছে। সোমবার(১ সেপ্টেম্বর) নাইজার প্রেসিডেন্ট মাহমাদু ইউসুফুর সাথে টেলিফোনে এ কথা বলেন রুহানি। এসময় নাইজারের পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়ারও প্রশংসা করেন হাসান রুহানি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি খুশি, কারণ ইরান ও নাইজার আন্তর্জাতিক নানা ইস্যুতে একইরকম মতাদর্শ পোষণ করে এবং দুই দেশই মনে করে, সম্মান, স্বাধীনতা ও মানবিকতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক গঠন করা উচিত।
উল্লেখ্য, নাইজার চলতি সেপ্টেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছে। সে সুবাদে ইরানের প্রেসিডেন্ট, নাইজারের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। হাসান রুহানি বিশ্বাস করেন, জোট নিরপক্ষ আন্দোলনের সদস্য হিসেবে নাইজার স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করে যাবে এবং আমেরিকাকে, জাতিসংঘের অপব্যবহারের সুযোগ দিবে না।