আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ এর সংক্রমণের ভয়াবহতা প্রকাশ পাচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দেশটি এখনো শীর্ষস্থানে স্থানে রয়েছে। গতকালের হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে কোটি ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ২ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের উত্তাপের ১০ দিনে আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত শনাক্তের প্রথম দিন থেকে এখনই আক্রান্তের হার সবচেয়ে বেশি। গত শনিবার আমেরিকায় একদিনে ১ লাখ ৩১ হাজার ৪২০ জনের দেহে করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়, যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড করেছে। গেল এক সপ্তাহের মধ্যে অন্তত ৫ দিনেই ৫ লাখের বেশি কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
একটি আন্তর্জাতিক জরিপে জানা গেছে, দৈনিক গড় হিসেবে বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মারা যাওয়া প্রতি ১১ জনের মধ্যে একজন আমেরিকান। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা হাজারের উপরে রয়েছে।