আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে একদিনে ১ লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একদিনে দেশটিতে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড প্রকাশিত হয়। সেদিন ১ লাখ ৫৩ হাজার মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। একদিনের ব্যবধানে রোগী বেড়েছে ৩০ হাজারেরও বেশি।
গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় জন হপকিন্স এর দেয়া হিসাব অনুযায়ী, শুক্রবার একদিনে আমেরিকায় ১ লাখ ৮৪ হাজার ৫১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশটির প্রায় সব রাজ্যেই কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে করোনার এত বেশি সংক্রমণ ছড়ায়নি। এছাড়াও শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৪৩১ জনের মৃত্যু সহ এখন পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে।