স্পোর্টস ডেস্ক : দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ(৭২) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি…..রাজিউন)। গুরুতর অসুস্থ শ্বশুরকে দেখতেই আমেরিকা পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দুর্ভাগ্য, যুক্তরাষ্ট্র পৌছানোর আগেই পেলেন দুঃসংবাদ।
সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন দশক ধরে সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগেই তার শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপের দিকে যায়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে বাধ্য হয়েই সাকিব রওয়ানা দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তার পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।
প্রয়াত মমতাজ আহমেদের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। তার মরদেহ দেশে আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেয়া হবে সিদ্ধান্ত।
ওদিকে, বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার। ফাইনালে সাকিবের খুলনা লড়বে চট্টগ্রামের বিপক্ষে।