স্টাফ রিপোর্টার : অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের আরও একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার(৩১ আগস্ট) কক্সবাজ্জারের জ্যেষ্ঠ বিচারিক আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী র্যাবের কর্মকর্তারা ওসি প্রদীপ কুমার দাশের রিমান্ড আরও একদিন বৃদ্ধির আবেদন করেন।
উল্লেখ্য, পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহার নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় গত ৫ই আগস্ট সিনহার বড় বোন শাহরিয়ার শারমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পরদিন অভিযুক্ত টেকনাফ থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।