স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির কারণে বহুদিন ধরেই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কয়েকদফায় বাড়ানো হয়েছিল ছুটির মেয়াদ। তবে ভাইরাসের প্রকোপ কমে না আসায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দেয়া হবে। তবে ঠিক কতদিন ছুটি বাড়ানো হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে এটি নিশ্চিত। তবে ঠিক কতদিন বাড়ছে সেটি এখনই বলা যাচ্ছে না। এ দফায় ছুটি বাড়ানোর পর সামনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, এটি পরিস্থিতির উপর নির্ভর করে। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।