স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী মারা গেছেন(ইন্না…রাজিউন)। শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
শুক্রবার বিকেল ৪টা নাগাদ তাকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এরপরই তাকে পুরান ঢাকার ধুপখোলার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, ১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা বার্ধক্যকনিত রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য এর আগেও চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন তিনি।