স্টাফ রিপোর্টার : আর কিছুদিন পরই পবিত্র আশুরা বা ১০ই মহররম(৩০শে আগস্ট, রোববার)। তবে প্রতি বছরের মত এবার তাজিয়া মিছিল পালনের অনুমতি দিচ্ছে না ডিএমপি। ঢাকা মেট্রোপলিটনের সব এলাকায় তাজিয়া, শোক ও মাইক মিছিল নিষিদ্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।
আজ(২৬শে আগস্ট) বুধবার ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির সংক্রমণ রোধে এবং ঢাকা মেট্রপলিটন এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং–ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরণের তাজিয়া মিছিল/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, মুসল্লিরা চাইলে ইমামবাড়াসমূহে গিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। তবে উক্ত স্থানে প্রতি বছরের মত দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি বা যেকোনো ধরনের ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি বা পটকা ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে। এসব আদেশ পবিত্র আশুরার অনুষ্ঠান শুরু থেকে শেষ অবদি বলবৎ থাকবে।