স্টাফ রিপোর্টার : সামনেই আসছে শীতকাল। শীতকালকে সামনে রেখে অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা করছে সরকার। তাই পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীসভার অনির্ধারিত বৈঠকে এ নির্দেশনা প্রদান করেন তিনি।
সচিবালয়ে সংবাদ সম্মেলন করে উক্ত বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, শীতে করোনা মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল আন্ত মন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। এছাড়াও আজকের বৈঠকে সাধারণ জনগণের মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। সচেতনতা বৃদ্ধিতে মসজিদে মাইকিং করার ব্যবস্থাও নেয়া হবে বলে জানান সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিবে। আজকের বৈঠকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা নামে একটি আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। এর ফলে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ একধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য, আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন শীতকালে করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।